ভালোবাসি আজ তারে ভালোবাসা
একাকী বিষন্ন এই রাত্রিতে,
অজস্র শিহরণ মনে জাগিলো প্রেমের
অচেনা ছায়ায় একই সাথে..।
রক্তে রাঙা সেই কৃষ্ণচূড়া ফুটেছে বনে
আজ রাঙালো মোরে এসে,
বিজয়ীনি সেই প্রেম কহে আমারও পানে
একাকী নিঝুমও ধারে আসে..।
রাত্রিতে জাগিলো শালুক, ঝিঁঝিঁ পোকারা
ডাকিছে হিয়া আনমনায় মোরে,
জোনাকিরা গাহিলো বিরহবিধুর সুরে গান
হেতায় খুঁজিয়া ছুঁটে অচিন দূরে..।
আজও তাহারই পরশ লেগে আছে মনে
শত বর্ষায় যায় না তারে মুছা,
কতদিন কেটেছিনু তাহার ঐ অপেক্ষাতে
বেঁধেছো আপন ধারে যত পুষ্প গুছা..।