সকাল সাজে বৃষ্টি নামে
হৃদয় মরুতে,
গগন পাড়ে মেঘেদের দল
উড়ছে শূন্যতে..।
হৃদয় কানন ভরেছে আজ
শত বৃষ্টি ফোটায়,
হিয়া বুঝি ঐ লুকিয়ে আছে
হৃদয় মণিকোঠায়..।
উদাসী মেঘ সন্ধ্যে পাড়ায়
গগন ছুঁয়ে যায়,
রাত্রি নামলে জোনাক পোকা
হঠাৎ যে হারায়..।
অকাল শ্রাবণ ঐ এলো বুঝি
যাহা মেঘো বরিষণে,
সাজে তরী আজ অন্তমিলে
খুঁজি তাহার সনে..।