আমি স্বপ্ন দেখি মাঝ রাতের
মেঘে ঢাকা আকাশের,
আমি শূণ্যের মাঝে উড়তে জানি
তার প্রেমও বাতাসের..।
আমি খুঁজে বেড়ায় সে তারে
ছন্মময় কিছু ছায়ায়,
আমি বারংবার হেরেছি তবে
সে তার অদৃশ্য মায়ায়..।
সে দু হাত বাড়িয়েছিলো প্রেমের
অতৃপ্ত স্বপ্ন মায়াবনের,
খুঁজেছি তবু খুঁজে বেড়ায় তারে
তবুও প্রেম এসেছে মনের..।
সে কোন গগনের পাড়েতে এসে
মেঘ জমিয়েছে স্বপ্নময়,
অলুক দৃষ্টির আড়াল দিয়েছে তবু
তার স্বপ্নের ছন্মময়..।