ভেঙ্গে দে রে তোরা আমার
     বন্দি কারার খিল,
অবুঝ আমি অপরাধী নইরে
   আমি আকাশ শঙ্খ চিল...।

ডানা মেলে উড়ে চাই যে যেতে
       মোর আপনা নীড়ে,
তোরা কেনো রে বন্দি করলি বল
      শত মনুষ্য জাতির ভীড়ে..।

ভেঙ্গে দে রে তোরা এই কারা
        সহিতে নাহি পারি,
পেখম খোলা পাখিরে আমি
       আকাশ মাঝে উড়ি..।

আর কত কাল এমনে যাবে
       বন্দি কারায় জীবন,
সুখের নীড়ে যাবো রে ফিরে
    যেথায় আছে মোর আপন..।

স্বপ্ন যে মোর আছে রে কত
       উড়বো যেথায় সারা,
ভেঙ্গে দে রে তোরা আমার এই
       লৌহট বন্দি কারা...।