পাল তুলেছে মন মাঝিরা
অথৈ নদীর বুকে,
ইচ্ছে যত সাজায় তারা
থাকে যখন সুখে..।
যমুনা বলো,পদ্মা বলো.! আরো
আছে মেঘনা নদী,
হাজারো মাঝি বাইছে নাউ
যেতায় অথৈ জলধি..।
বাইছেন মাঝি মনের সুখে
সুরের গানে গানে,
অবলা মাঝিনী পথ চেয়ে আছে
পরান মাঝির টানে...।