আমিতো এক অদৃশ্য পথচারী
পথেই বসে রই,
হাজারো স্মৃতির অদেখা প্রেমে
সবই মেনে সইঁ..।
দিগন্ত পাড়ি দিলো যে ঐ মেঘ
এলোমেলো হাওয়ায়,
বৃষ্টি নামবে বলেছে যে আকাশ
চন্দ্রীমার ঐ ছায়ায়..।
নদীর বুকের শত কান্না বেঁধেছি
আপনটারে খুঁজি হায়,
শ্রাবণ মেঘের উষ্ণতায় ঝরেছে
ভেবেছি তবু তোমায়..।
পদ্মার বুকে যে নাউ ছুঁটে যায়
অদূর দূরে হারায়,
তীরে বসে আনমনা চেয়েছে তবু
পদ্মাবতীর ঐ মায়ায়..।
মেঘনা নদীর ধার খুঁজে আজ
আছে আনমনে চেয়ে,
নদীর তীরে সে করিলো বসত
পদ্মা পাড়ির মেয়ে..।