হে স্বাধীনতা....
তুমি কার গগনের শঙ্খচিল
হে স্বাধীনতা
তুমি কোন মোহনার পদ্মঝিল.।
হে স্বাধীনতা
তুমি কি বসন্তে ডাকা ভোরের কাক
হে স্বাধীনতা
তুমি কি অধরা নিলয়ের পাখির ঝাক..।
হে স্বাধীনতা
তুমি কি মাঠে থাকা রাখাল বাঁশির সুর
হে স্বাধীনতা
তুমি কি দীর্ঘ উল্লাসের মাঝে বহুদূর..।
হে স্বাধীনতা
তুমি কি সেই মায়ের অশ্রু খুঁজতে আসো
হে স্বাধীনতা
তুমি কি দূর অদূরে বয়ে যাওয়া নৌ তে ভাসো..।
হে স্বাধীনতা
তুমি কি নিষ্পাপ শিশুদের মনে জাগো
হে স্বাধীনতা
তুমি তো আমার নীড়ে বেঁচে থাকা মাগো..।