হে প্রিয়,
তুমি কবু ভুলে যেওনা আমার
দেয়া তৃপ্তিময়ী সেই স্মৃতি,
তুমি কবু করো না আমায় একা
হয় যদি গো তোমার ইতি..।
হে প্রিয়,
ভালোবাসার অজানা শহরেই আজ
আমি তো সেই অচেনা কেউ,
শ্রাবণের বৃষ্টির ছায়ায় বেঁধেছি তবু
অবাধ্য সাগরের অথৈই ঢেউ..।
হে প্রিয়,
ভোরের কোকিলা দিয়েছে যে ডাক
রাত্রি যে গেলো আজ পুরি,
স্বপ্নের দেয়ালে একেঁছি যে কত প্রেম
নিরালায় আজ গগনে উঁড়ি..।
হে প্রিয়,
ইতিহাস হবে যে একদিন দুজনার প্রেম
জোছনার আলোয় ভরে যাবে,
কবু যে হারাবে না আমাদের এই প্রেম
স্মৃতির পাতায় বেঁচে যে রবে..।