একগুচ্ছ সব মিথ্যাকে সাজিয়ে
রোমান্টিকতা দেখাইনি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
রাত্রি জেগে জেগে গুছিয়ে মিথ্যে
সব প্রেমের আলাপ করিনি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
চৌরাস্তায় দাড়িয়ে মাতালের মত
কোনো মেয়েকে বিরক্ত করিনি বলে
আজ আমি কারো প্রমিক নয়..!
ভালো একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে
কোনো মেয়েকে খাওয়ায়নি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
রোমাঞ্চ কোন পার্কে বসে একসাথে
বটের নিচে বাদাম খাইনি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
বর্ষার প্রথম মুখরিত বৃষ্টিতে ভিজে
একগুচ্ছ কদম ফুল দিইনি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
শেষ বিকেলে একসাথে রিক্সায় চড়ে
পাশাপাশি বসে ঘুরতে যায়নি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!
কারো জন্মদিনে প্রথমে সবার আগে
সবথেকে সুন্দর উপহার দিইনি বলে
আজ আমি কারো প্রেমিক নয়..!