জানি মা তুই শুধু তুই আমায়
অবহেলা করিস না,
আমার সবকিছুতে তুর ছায়া
যা তুই জানিস না..।
যাকে ভালোবাসার কথা বলেছি
সেও অবহেলা করেছে,
বুঝাতে পারিনি সে নারীকে আমি
যার অনলে হৃদয় পুড়েছে..।
এই দেশকে ভালোবাসি আমিও
সবারই মতো করে,
খুঁজতে চাইনি আমায় এই দেশের মানুষ
তাই বুঝি এতো অবহেলা করে..।
ভাগ্য বড় নিষ্ঠুর স্বপন আমার কাছে
তার কাছেও অবহেলিত,
পৃথিবীর রূপকে ভালোবেসেছি বলে আজ
পৃথিবীর কাছেও অবহেলিত..।
আমি বুঝতে পেরেছি আজ আমি বড়ই
দাড়িয়ে আছি নিষ্ঠুর অবেলা..
বুঝতে চাইনা রে আমায় মানুষ কূলে যতো
কেঁদেছি তবু, করেছে শুধু অবহেলা..।