মা যে আমার আলোর দেয়াল
        পূর্ণিমার ঐ চাঁদ,
মায়ের হাতের রান্না খেতে সবই
        লাগে বড়ই স্বাদ..।

মা যখন মোর ঘুমিয়ে পড়ে
       রাতের মায়ায় ঘরে,
হাজারো চাঁদের রশ্মি সেথাই
        মায়ের চক্ষু জুড়ে..।

ভোরের প্রথম পাখির ডাকেই
        মা যে উঠে জেগে,
মায়ের সম্মান আমার কাছে
       আছে সবার আগে..।

ছোট্ট ছিলেম যখনই আমি
     পরিয়ে দিতেন জামা,
শত দুঃখেও হাসতেন তিনি
        সে তো আমার মা..!