আসতে হবে মিলন মেলায়
গাইতে হবে গান,
এক সুতোয় বাঁধা থাকবে
নীল সাগরের বান..।

হাজার রঙের শালিক পাখি
বসবে এসে তীরে,
বাঁধবো বন্ধন একি ডোরে
ফিরবো শেষে নীড়ে..।

বন্ধু নামে একটিই তরী
সর্ব সাগর ঘুরে,
হয়না বিবাদ কোনো টানে
যত থাকি আঁধারে..।

হিংসা কেবল দৃষ্টি ভঙ্গি
হয়না বিবাদ তাতে,
বন্ধু নামের কেয়া ঘাটে
থাকবো একি সাথে..।

আড্ডা হবে নানান কথায়
মন জুড়াইবো কত,
স্বপ্ন সবার ইচ্ছে সেজে
ভান ধরিবো শত..।

বালির খাতায় নামটি লিখে
ফিরবো ছোট বেলা,
ছুটবো সবাই এদিক ওদিক
যেথায় থাকবে রোদেলা..।

ক্ষণেক সময় ঢেউয়ের সাথে
কত হবে খুনসুটি,
ফিরবো আবার নতুন সাজে
বাঁধবো সবাই জুটি..।