হঠাৎ বুঝি একদিন বৃষ্টির মতনই তুমি
এসেছিলে আমারই এই হৃদ পানে,
মৃদু হাসির টলমল চোখের পলক ছড়িয়ে
এসেছিলে এক মোহনার টানে..।
আকাশের নীলা অপলক দৃষ্টির সমাহারে
বিছালো তার দেহখানা মায়াজালে,
মেঘের কান্না শুনিতে যে পাই মাঝ রাতে
হাজারো প্রেম ইঙ্গিত বৃষ্টির জলে..।
তুমি বসন্তের পরশ মেখেছো প্রেমের নামে
আলোক শিখার মতো ঝলমলে,
বাঁধিছো প্রেম দু-হাত খানায় লাল চুড়িতে
চোখে জল করিছে টলমলে..।
বুঝিবার মতো কোনো ধার প্রান্ত ছিলোনা আমার
হঠাৎ এসে করেছিলে প্রেম নিবেদন,
বক্কতে জড়িয়ে দিলে তোমার যতো প্রেম
নির্বিশেষে আজ তা হলো অমূল্য রতন..।