তোমার অনবদ্য অহংকার গুলোই
একদিন তোমাকে কাঁদাতে চাইবে,
তুমিও ঠিক অবিরত কান্নায় পড়ে রবে
অজস্র ঝর্ণার জল প্রপাতের মতো..।
হয়তো নিষিদ্ধ নগরীর পথিক আমি
সবকিছুর ইতি জানা’র পারেও আজ,
তোমাতে মুগ্ধতায় অফুরন্ত প্রেম বিলাই
আমিও প্রেম নিবেদন করি তাতে রোজ..।
হৃদয়ের অফুরন্ত চাহনি গুলোও আজ
অবহেলার কাছে শূন্যতায় ভোগে,
শূন্যতার শহর জুড়ে আজ হৃদয়হীনা গল্প
ক্লান্তির সব ইচ্ছেরা মেতেছে কত রাগে..।
দূরত্বের অপরপ্রান্তে আজও কিছু স্বপ্ন
বিবাদ ভরা অভিযোগে কতই ন্যস্ত,
তোমার মুমূর্ষ ইতিকথায় বিভোর হয়ে
কত হৃদয় অপ্রাপ্তিতে আজ ব্যস্ত..।