এক ঝাঁক পাখি সব
গেয়ে যায় গান,
চারদিকে শুনি কলরব
খুঁজে পাই প্রাণ..।
সন্ধ্যায় আলোর প্রদীপ
চাঁদের ঐ জোছনা,
নিশি রাত কবে জাগে
হৃদয়ের কত সূচনা..।
ফুলে ফুলে সাজে মন
সুরভী সেই বাহানা,
আকাশ তার বুকের মাঝে
শত মেঘের ঠিকানা..।
তুলে পাল ঐ অদূর মাঝী
ঢেউ খেলে যায় তাতে,
রঙিন স্বপ্ন বুকের মাঝে
হারিয়ে যায় রাতে..।
হৃদয় মাঝে গেঁথেছে প্রেম
খুঁজে বেড়ায় তারা,
স্বপ্নে বুনা ঐ মেঘের বাড়ি
একলা তুমি ছাড়া..।