চল না আজ ভিজতে শুরু করি
    দুজন মিলে এই বর্ষা রাতে,
টিপটিপ বৃষ্টির ফোটার ছন্দ সুরে
   দুজনাকে হারিয়ে এক সাথে..।

চল না রে মন ঐ বাঁশের সাঁকে
      হাঁটি একই ডোরে বেঁধে,
কোমল এই হাওয়ার পরশ মেখে
      মেতে রবো বৃষ্টির স্বাদে..।

চল না রে আজ ঐ সিন্ধু পাড়ে
    পাল তুলিবো হৃদয় নায়ে,
কদম সুভাষ আজ মাখবো মিলে
     দুজনার এই নিষ্পাপ গাঁয়ে..।

চল না হয় আজ পালায় দুজন
      ঐ স্রোতের তরে হেঁসে,
ছুটবো তবে দুজন একই সাথে
      ঐ অবুঝ প্রেমে ভেসে..।