হঠাৎ যেদিন চলে যাবো
     ইচ্ছে ঘুড়ি সেজে,
মেঘের মতো উড়াল দেবো
      থাকবো বড় লাজে..।

বর্ষার প্রথম শ্রাবণ হবো
   কালো মেঘের ন্যায়,
বিকেল বেলা সন্ধ্যে পাখি
     হঠাৎ উড়ে যায়..।

আমিও যেদিন নীলয় হবো
     আকাশ রঙে যতো,
হাজার ব্যথা রাখবো তাতে
      সবই মেঘের মতো..।

হবো একদিন রংধনু রঙ
     সাত মিশালু তীর,
আসবে তবে হাজার মানুষ
      দেখবে মানব ভীড়..।