জীবন মানে দশের বোঁঝা
ঘাঁড়ে বসে রই,
জীবন মানে বাসি খাবার
কেমনে পেটে সঁই..।
জীবন মানে হাজারো পথে
সঠিক পথটি খোঁজা,
জীবন মানে মৃত্যুরও পরে
রাখে কায়া সোজা..।
জীবন মানে অচিন বৃক্ষে
একটু ছায়া পাওয়া,
জীবন মানে ঐ মহা নদে
হঠাৎ ভেসে যাওয়া..।
জীবন মানে পাখির ডাকে
ভোরে ঘুম ভাঙা,
জীবন মানে হরেক রঙেই
একটু একটু রাঙা..।
জীবন মানে সন্ধ্যা হলেই
প্রদীপ প্রহর দেয়া,
জীবন মানে প্রেমের ভাষায়
মন কিনে মন নেয়া..।