তুমি তো জানো হে মোর প্রিয়
আমি যে বড্ড একা,
হে, কবে জানিনা থেমে যাবে হঠাৎ
এই জ্বলন্ত প্রদীপ শিখাঁ..।
রোজ সন্ধ্যা ঘনিয়ে নামে যখন
আধাঁর কালো রাত,
একলা থাকার নিরব আকাশে
উঠেনা কবু সে চাঁদ..।
পূর্ণ নেই শুধুই শূণ্যতায় পড়েছে
অবুঝ তবে হৃদয়,
কখন জানি আলোয় হবে আলো
পূর্ণ চাঁদের উদয়..।
পড়ে আছে তবুও উদার হৃদয়ে
তারাঁ আকাশের মাঝে যতো,
যতই তুমি আধাঁর দেখো না কেন
প্রদীপ জ্বলবে চাঁদের মতো..।