তুমি হারিয়ে যেতে চাও যদি
        হারিয়ে যেও...
হারিয়ে যেও কোন এক বর্ষায়..।

তুমি ভুলে যেতে চাও যদি মোরে
             ভুলে যেও...
ভুলে যেও কোন এক পূর্ণিমায়..।

তুমি আরো হেটে যেতে চাও যদি
            হেটে যেও...
হেটে যেও সেই পথের মায়ায়..।

তুমি চিঠি খানা দিতে চাও যদি
            চিঠি দিও...
চিঠি দিও সেই মনের ঠিকানায়..।

তুমি ঘুম স্বপনে যেতে চাও যদি
          স্বপনে যেও...
স্বপনে যেও মোর ঘুমন্ত সীমানায়..।