তুমি আসতে যদি হঠাৎ আবার
      সেই মোহনার বাঁকে,
ভোরের কোকিল গাইতো গান
      উড়তো ঝাঁকে ঝাঁকে..।

শিশির ভেঁজা ঐ কোমল ঘাসে
      কাটতো সকাল বেলা,
বসন্তের রঙ যত মাখতে দেহে
      যেথায় পড়ছে রোদেলা..।

আজ সন্ধ্যে হলে জোনাক নেবো
       মুঠোভরা সেই তার প্রেম,
দিগন্তের পরশে যাবো পথটি ভুলে
       বাঁধবো সুখের ঐ ফ্রেম..।

তোমার চুলের বাহার ফাগুন বলে
       আমার প্রেমের ঐ কথা,
শীত যে গেলো আজ কালের টানে
       তবুও বুনছি নকশীকাঁথা..।