সেই কাল যদি আবার আসে ফিরে
      কোন এক শ্রাবণের মত,
কিংবা ভোরের সতেজ আলো হয়ে-
     আমি ফিরিয়ে নেবো__!
ফিরিয়ে নেবো মোর আপন নীড়ে..।

সেই অনুভূতি গুলো যদি আবার পেতাম
   যদি পেতাম ফিরে নতুন করে,
সাজানো মেঘের সহস্র রঙিন ভীড়ে
    আমি ফিরিয়ে নিতাম__!
ফিরিয়ে নিতাম মোর হৃদয় তীরে..।

সেই ভাবনা গুলো যদি আবার আসে ফিরে
     যদি আসে কোনো এক ফাল্গুনে,
কিংবা চৈতী হাওয়ার মৃদু উল্লাসে
     আমি ফিরিয়ে নিতাম__!
ফিরিয়ে নিতাম অসংখ্য স্বপ্নের ভীড়ে..।

সেই প্রেম যদি আবারও তাগাদ দেয়
  কোন এক নব ভোরের পাখির মত,
     আমি সাড়া দিতাম তারে
  তবুও ফিরিয়ে নিতাম আমি__!  
ফিরিয়ে নিতাম সেই ভাবনাটারে..।