বায়ান্ন কিংবা একাত্তর দেখিনি আমি
তখন হারিয়েছি অজস্র মানব ভীড়ে,
আমি আজ জাগ্রত মানব,এসেছি ফিরে
অশ্রু ঝড়া সেই, বঙ্গ মাতার নীড়ে..।
হানাদারের সেই ভয় আজও মিশিয়ে আছে
মাতৃ কোল তখন নিয়েছিলো কেঁড়ে,
রক্তাক্ত লাশ যত পড়েছিলো শত নদের তীরে
আমি এসেছি ফিরে, বঙ্গ মাতার নীড়ে..।
আমি যুগের পর যুগ আসিবো শত বাঁধায়
শত লাশের অজস্র মানবের ভীড়ে,
আমি অশ্রু ঝড়া জননীর বুকেতে করিবো বসত
আমি এসেছি আবারও, বঙ্গ মাতার নীড়ে..!
জননী তখন কাঁদিতে কাঁদিতে ক্লান্ত কাতর প্রায়
শত্রুর বুলেট দিয়েছে মাথার খুলি ছিড়ে,
রক্তের নদীতে কিংবা গহীনও অরণ্যের মাঝে পড়া
আমি এসেছি আজ ফিরে, বঙ্গ মাতার নীড়ে..।