দেখেছিনু তোমায় আধোঁ রাতে
ঝলমল চাঁদে একই সাথে,
তারায় তারায় হাঁসে জোনাকিরা
নিভে যাওয়া প্রদীপ সে রাতে..।
তোমার চুলের গন্ধ আসে আজও
আমার স্বপ্নে এসে দিয়ে উকি,
হারিয়েছি সে কবে যে তোমায় হিয়া
তব যে হৃদয় তুলিতে আঁকি..।
মেঘের ভাজে আর গোধূলির আলোয়
তোমার ছন্ন যে তবু ভাসে,
রাত্রি নেমেছে বলেই নিশিতে ভাবি তারে
কেন যে তবু সে ভাবনায় আসে..।
সেই দিন কি আর আসিবে বল কবু
দুজনার মিলনের হয়ে তিথি,
প্রেমে পড়েছিলাম বলে তো নয় হে..
আজ ভাবনায় যত হয়েছো ইতি..।