কত বেদনা ভরা এই
স্মৃতির বেড়াজাল,
ক্ষণে ক্ষণে মনে পড়ে
সেই শৈশবকাল..।
এখনও বুঝি থেমে আছে
জীবন নামে গাড়ী,
হাজারো বাধাঁর হিংস্র কাঁটা
দিতে হচ্ছে পাড়ি..।
এখনও আমি অবুঝ হয়ে
বসি আপন নীড়ে,
তবুও কেন ইচ্ছের মাঝে
সবই মনে পড়ে..।