আজও সেই পথের ধারায়
দাড়িয়ে আছি একা,
মুক্ত আকাশের মেঘের মতো
পাবো বলে তার দেখা..।
অপলক দৃষ্টিতে চেয়ে আছি
তোমার অপেক্ষাতে,
গুচ্ছ করে রাখা পুষ্পের ঘ্রাণ
শুঁকিয়েছে এই বর্ষাতে..।
আজও রিমঝিম ধারা বয়েছে
দুই নয়নের কোণে,
অবুঝ সময়ে এই মনটা শুধু
প্রেমের স্বপ্ন বুনে..।
হৃদয় মাঝেই অপেক্ষার স্রোত
অসময়ের ঢলে,
আজও অপেক্ষাতে চেয়ে আছি
তুমি আসবে বলে...।