তোরা ফিরিয়ে দে আবার
গহীন সে অরণ্য,
সজীবতার রঙে ভাসিয়ে দে
বৃক্ষ নামে যার গণ্য..।
খুঁজে পায়না কেন সেই
বৃক্ষ কূলের ছায়া,
তোরাই অদৃশ্য করে দিয়েছিস
বন জঙ্গলের মায়া..।
তোরা ফিরিয়ে দিবি কি সেই
বন ভরা শত গাছ,
কেঁড়েতো নিলি নিজেই নিজের
বেঁচে থাকার নিঃশ্বাস..।
ফিরিয়ে দিবি কি আবার তোরা
বন ভরা নানান প্রাণী,
পারবিনা তোরা ফিরিয়ে দিতে
সে অরণ্য তাও জানি..।
তোরা কেঁড়ে নিলি কেন বল
সবুজ রঙের সে ছন্ন,
বেঁচে থাকার একটাই উপায় শুধু
ফিরিয়ে দে সে অরণ্য...।