ইভা আপু কইনা কথা
সজীব কাঁদে কিসে,
রিতু হাসে, ইমন হাসে
বক্কর আবার কাঁশে..।
ইমাম বেটা বউ খুঁজে আজ
প্রিমা বলে পালায়,
জয়নাল মিঞাঁ চা খেতে চাই
রিমি নাচে সব জ্বালায়...
রাশেদ বেটা জইক্কো ডাকে
তানভীর নাচছে গানে,
কাজলা দিদি বিয়া কইরা
এখন হুক্কা টানে..।
ইউনুছ মামা করেছে দালান
বিয়ে করার আশায়,
হাসান এখন টেকনাফ থানায়
নাফে নৌকা ভাসায়..।
রিতু রানী আর প্রমি মিলে
ঢাকার হাওয়া খায়,
রুনা ভাবী আর ময়না পাখি
সংসারী গান গায়..।
নিশান বলে আমিও আছি
তোদের পাল্টা গানে,
ডারবী খাইয়া জীবন গেলো
কি হবে তা গুনে..।
বাবু রাম এখন হলো সাপুরে
হোন্ডা চালায় রাতে,
আবির ছিলো, রিয়াদ ছিলো
ছিলো সায়মা সাথে..।
বি:দ্র: __বন্ধুদের সাথে একটু মজা করা