আমি তো নইরে কোনো বিদ্রোহী
নয়তো অন্য গ্রহের দানব,
আমি তো এক নিঃষ্পাপ আগমন
বিশ্ব চেতনার ফুটন্ত মানব..।
অগ্নি শিখাঁর ললাটে বেধেঁছিস কেন
যন্ত্রনার কারায় সঙ্গ করে,
পিপাসিত তৃষ্ণায় ভরেছে আপনা
অধরায় যে অশ্রু ঝরে..।
আর কত যন্ত্রনায় ভোগবে হৃদয়চর
রক্তের জোয়ারে ভেসে ভেসে,
তোরা আর কতকাল যন্ত্রনার বাহুডোরে
রাখবি বল আমাদের ফেঁসে..।
নরকের মতো যন্ত্রনার কারায় রেখে
তোরা রাখবি আর কতকাল,
অগ্নি কারার যন্ত্রনা যতোই আসুক না
তবুও যে ছাড়বো না কবু হাল..।