বন্ধু তোমার আকাশ পানে
খুঁজেছি একটি তারা,
রাত্রি নিঝুম ছুটে বেড়াও
দাওনি তবু সাড়া..।
এখন বুঝি গগন পাড়ে
চাঁদ দেখেছি খাঁড়া,
মেঘের পঙ্খী আকাশ মাঝে
দেখছি নিঝুম তারা...।
রাত জেগেছি তোমায় খুঁজে
একটু দাও গো সাড়া,
মিষ্টি হাঁসির চাঁদের পাশে
দেখেছি ধ্রুব তারা...।