অতীত খুঁজে
                 ( এ. এইচ. মুহিত )

দূর আকাশে হাজার তারা
     রাত্রি জোনাক জ্বলে,
নদীর বুকে কত ছুঁটছে তরী
      খুকি যেতায় দোলে..।

স্বপ্নে এসে ডাকছে আমায়
     ভোর হয়েছে কবে,
সকাল সাজে খেজুর রসে
     মেতেছে পল্লী সবে..।

আকাশ ঘুড়ি উড়ছে যতোই
      রঙ বেরঙ্গের ডানায়,
বন্ধুর খুঁজে আজ হাটছি বাঁকে
     যাবো তারই ঠিকানায়..।

সন্ধ্যার সাজে রবি ঘুমায় তবু
     আজ আকাশ বুকে শশী,
ডাকছে রে আমায় মধূর কন্ঠে
    মোর আপনার প্রিয় পিষি..।

শীতল হাওয়া ছুঁটছে আঁকেবাঁকে
      আজ বাদল এলো বুঝি,
হারিয়ে যাওয়া বহু বছরের অতীত
       হঠাৎ এসেই তবু খুঁজি..।