নিশি রাতে আম বাগিচায়
ডাকছে হুঁতুম পেঁচা,
ভয় পেয়ে তাই ঘুমিয়ে আছে
মদন মিয়াঁর বাছা..।
ভোর হলে সবে দিচ্ছে দৌড়ন
আম বাগিচার বনে,
সেতায় গিয়ে দেখতে পাইরে
বেহুঁশ মিয়াঁর কণে..।
পাড়ার মাঝে জমছে এবার
রাঙা ভূতের কথন,
কি করে যে এলো রে ভূত
কেমনে করি পতন..।
আধো রাতে ডাকছে আবার
পিষি কাঁদছে ঐ-রে,
লম্বা চুলের ঐ পিচাশ রানী
গর্জে ডাকছে কেরে..।