তুমি আজ কোথায় হারিয়ে গেলে
নিষ্ঠুর হয়েছো তবে কেন,
একা নিরালায় জেগে আছো আজ
নিজেকে একা ভেবেছো যেন..।
স্বপ্নের দেয়াল পাড়ি দিয়েছো হয়তো
আমার অদৃশ্যতায় আজ তুমি,
হাজারো বাঁধা এড়িয়েছি তোমার জন্য
তবু যে অজাতা ভাবি তোমায় আমি..।
আজ বহুবছর বাদে তোমার একটাই ইতি
আমার পানে দিয়েছো সাড়া,
আমি অবাক স্রোতে বিমুগ্ধতায় দাড়িয়েছি
নিজেকে বাধ্যতায় করেছি তাড়া..!
আমি আবারও দেখতে চাই পথে দাড়িয়ে
তোমার সেই অপলক দৃষ্টির হাঁসি,
আমি আবারও ফিরে পেতে চাই আপনা
তাই রোজ বারেবার সেই বাঁকে আসি..।
আমি আবারও নতুন করে সাঁজাতে চাই
তোমার হৃদয় ভুবনের সে আলো,
আমি অদেখার প্রেমের জোয়ারে তোমার
কেটে দেবো সব অন্ধকার কালো..।
তুমি ফিরে এসো,ফিরে এসো আমার নীড়ে
ওগো আবার নতুন ভোরের মতো,
তোমায় কাছে পেতে চাই মোর এই হৃদয়টা
নব চাঁদের আলোয় ভরিয়ে দেবো যতো...।