কত যে বসন্তের পরশ লেগেছে
আপন প্রাণে কত শতবার,
নির্বাক হৃদয় শুধু বেঁধেছে প্রেম
পেরিয়েছে কত কাঁটাতার..।
কত শত গুচ্ছ দিয়েছি যে বকুল
রোজ দাড়িয়ে রাস্তার মোড়ে,
তুমি আপনও করে নিতে রোজ
যেন না যেত সব ছিঁড়ে..।
তুমি কি সেই ভোরবেলার ঘুম
যার দেখা মিলে রোজ,
তুমি কি সেই অপেক্ষা আমার
যাকে পেতে নিচ্ছি খোঁজ..।
তুমি কি সেই মতিহার আমার
যাকে ভাবি সারাক্ষণ,
নাকি তুমি সেই সন্ধ্যা মালতী
জুড়ে আছে মোর বৃক্ষাঙ্গন..।