তোমারই ভবে নিঝুমও রাতের
একলা আকাশের চাঁদনী,
ঘুমের নেশা কাটছেনা তবু
ছায়ার আচঁলের হাতছানি..।
ভবের কাননে বিছায়েছ হে স্রষ্টা
হরেক জাতের বৃক্ষ কূল,
তোমারই দেয়া নিয়ামতের ভান্ডারে
সকলে করছে কত ভুল..।
ভোরের আকাশ সাজাঁও তুমি
রক্তে মাখা ইন্দ্রে,
ভয়ের কথাও ভুলেছি মোরা
একদিন হবো চিরনিদ্রে..।