তুমি আমায় যতই করেছিলে
নিজের ইচ্ছে পরিহাস,
স্মৃতির পাতায় তোমার নামেই
থাকবে পড়ে ইতিহাস..।
মাঝে মাঝে মনে পড়ে তোমায়
দীর্ঘ আলোর মায়াতে,
তোমায় বেঁধে রেখেছি গো আমি
মোর হৃদয় গভীরও ছায়াতে..।
মোর হৃদয় আকাশে নেমেছে আজ
বাদল হারা মেঘের ছন্নছায়া,
বারে বারে দেখে যায় পথের পানে
যদি পায় গো প্রেমের মায়া..।
সন্ধ্যার প্রদীপ জ্বলে অধরায় আজ
হে, তোমায় দেখবার ও তরে,
আমারই গগনে ভেসে ভেসে যায় কে
যেন শঙ্খ পাখি হয়ে উড়েঁ..।
রাত্রি আমার কাটেনা রে আর এখন
যবে থেকে হয়েছে তোমার সংলাপ,
রোজ তাই দাড়িয়ে একলা পথের কিনারে
হয় যদি গো আবার সেই আলাপ..।
আমার হৃদয় বেঁচে আছে তোমার হয়ে
স্মৃতির পাতায় অতি গভীরে,
ইতিহাস হবে একদিন আমার এই প্রেম
আলোয় মাখা এক নতুন ভোরে..।