মাঝ রাত্রিতে ইশারা করেছে আমায়
ঘুমভরা দু-চোখ মেলে দেখি,
হঠাৎ কি যেন বলে সে সামনে আসে
বলে, সময় নেই তোর খুল আঁখি..।
তোমার জন্যই আজ আমার এতো তাড়া
একটু তাড়াতাড়ি প্রস্তুত হও তুমি,
সময় যে নেই সেতো আজ তোমার ধারে
শুনে অবাক নিঃশ্চুপ এই আমি..।
কত সময় যে পেলেম এই ভব ঘরে আমি
স্রষ্টার কাছে হলেম হাজারো ঋণি,
অবেলায় অবহেলায় আমি হারিয়েছি সবই
কবু যে তার মূল্য চাননি তিনি..।
কত যে স্বাদ মিটিয়েছি কতই নানান রঙে
তাহার নিয়ামতের উপর ভর করে,
সৃষ্টির শ্রেষ্ঠ জীব তিনিই করেছিলেন মোরে
কখনও তা নেননি সবই কেড়ে..।
আজ চলে যেতে হবে পৃথিবীর সব ছেড়ে
নিঃশ্বাসের তরঙ্গে ডেকেছে নাক,
এই মায়ার জগৎ ছাড়তে হবে যে আমায়
শুনতে পেয়েছি মৃত্যুর ডাক..।