নিজেকে তখনই হারিয়ে ফেলি
হাজারো ভাবনার ঢলে,
তখনই পরশ লেগে যায় মনে
যখন কেউ বন্ধু বলে..।
হাজারো উল্লাসে মেতে যায় মন
বৃষ্টির ঝিরিঝিরি ধারায়,
আনমনা মন হারায় বাহুডোরে
ছুঁটে যায় পাগল পাড়ায়..।
অজানা দেশেতে বাঁধি গো বসত
স্বপ্নের ঐ মায়াজালে,
অদেখার মিলন হয়ে গেলো বুঝি
একি প্রেম আজ শিখালে..।
অরণ্যের মাঝে লুকিয়ে রয়েছে
আমার বন্ধু আপন,
সজীবতার রঙে সাজালে আমায়
দেখেছি একি বন্ধন..।
ভবের কিনারে আছি যে মিশে
নিজেই হয়েছি মাতাল,
স্রষ্টার পরশ লাগিলো মনে
ঢেউয়ের মতোই উতাল..।
খুঁজিয়া ফিরি নিলয় মাঝেতে
কালো মেঘের অঙ্কন,
বৃক্ষের সাথে জড়িয়েছি নিজে
দেখেছি তাহার বন্ধন..।