বৈশাখ মানে চৈতী হাওয়া
মৃদু হাসির গান,
বৈশাখ মানে সকাল সন্ধ্যে
ঐ পিঠেপুলির ঘ্রাণ..।
বৈশাখ মানে নতুন জামা
নানান রঙে গাঁথা,
বৈশাখ মানে বিজু উৎসব
পাটে নকশিকাঁথা..।
বৈশাখ মানে ভোর সকালে
পাহাড়ি গান গাওয়া,
বৈশাখ মানে পানতা ইলিশ
সব মৃৎ পাত্রে খাওয়া..।
বৈশাখ মানে বাঙালির প্রাণ
সব জাতিতে থাকে,
বৈশাখ মানে বাংলা নববর্ষ
সর্ব ফুলেতে আঁকে..।
বৈশাখ মানে যত মৃদু হাসি
পাহাড়ি ঝর্ণার মতো,
বৈশাখ মানে ঐ শত উল্লাস
বাঙালিরা মেতেছে যত..।
বৈশাখ মানে ঐ অচিন পাখি
ডাকে মিষ্টি ঠোটে,
বৈশাখ মানে অসীম রৌদ্দুর
খুব ভোরে তে উঠে..।