ভীনদেশী তোর মুখের ভাষার
নেইকো মোদের টান,
আপন সেতো মাতৃ আমার
বাংলা ভাষায় প্রাণ..।
তোদের ভাষায় প্রাণ ভরেনা
ভরেনা এই হৃদয়,
আপন ভাষায় বলবো যখন
যেন সুর্য্যি হয় উদয়..।
তোদের সাথে মিশেছি বলেই
বলবো কেন তোর ভাষা,
বাংলা আমার মায়েরই গর্ব
বাংলায় মাতৃভাষা..।