বাজনা বাজে আজ গগন পাড়ে
কালো মেঘের ঐ দলে,
বক্ক জুড়ে সিক্ত শিহরণ লেগেছে
বৃষ্টি ভেজা অজস্র জলে..।
দখিনা হাওয়ায় গাইছে রে মাঝি
বসন্তীর যতোই গান,
শালিক ছুঁটেছে ঐ বাঁশ বাগিচায়
হেতায় এতো কিসে টান..।
নদীর দুই কূল আজ পুষ্পে ভরা
ফাল্গুনী হাওয়ায় দোলে,
পল্লীর ঐ মৃত বট তলায় বসে সে
বাঁধছে বিণি তার চুলে..।
ভোরের কোমল ধূসর কুয়াশা আজ
ঘিরেছে শালুক ফোটা জল,
বসন্তী হাওয়া আজ জাগাইছে মোরে
কেমনে একা থাকি বল..।