আজ বসন্ত নেমেছে নব ফাল্গুনে
শত মুকুলের অজস্র ঘ্রাণে,
নবীন প্রবীণ কত ছুঁটেছে সর্বাঙ্গে
যেন বঙ্গবন্ধুর প্রেমো টানে..।
আজ বাতাসে গন্ধ আসে বারেবার
দখিনা হাওয়ায় উঁড়ু ভেসে,
বঙ্গ দেশে আজ ঐ নামিছে জোয়ার
যেন সাত সাগর জল এসে..।
বঙ্গবীর তুমি অংকিত শস্যখেতে ঐ
যেন বিশ্বতায় দেখেছে লোক,
গর্বিত বাঙালী আজ সুর বাঁধে কত
পুরো বঙ্গ জুড়ে নেমেছে সুখ..।
আজই এই দিনে তুমি এসেছ ভবে
বজ্র কণ্ঠ নিয়ে বঙ্গ দেশে,
জয়ের বাণী দিয়েছ মাতৃ গর্ভ ছেড়ে
যেন বাঙালির ঘরে সর্ব শেষে..।
আজ ভোরের পাখি ডাকে কত সুরে
যেন এক বিশাল শুভ্র দিন,
শত এক বসন্তে পেরিয়ে বঙ্গ মুজিব
তোমার তরে শুভ জন্মদিন..।