মনে মোর লেগেছে আজই
বৈশাখের এই ছোয়াঁ,
দেখতে গেলাম খেতে পেলাম
স্বাদের ভরা মুঁয়া..।
পানতা ইলিশ সঙ্গ করেই
দিলো কাঁচা লঙ্কা,
দেখিতে পেলাম খাচ্ছে সবে
হাজারো মানব সংখ্যা..।
বৃক্ষের ছায়ায় বসেছি নিজে
রৌদ্র খাড়া খাড়া,
সজল নয়নে গগনে দেখি
কালো মেঘের পাড়া..।
বৈশাখের এই নব আমেজে
আম্রকানন ঘেরা,
সাদা শাড়ীর কোমল গাঁয়ে
সাজে তবু তাঁরা..।
খেলাম আরো স্বাদের পিঠে
দু এক টাকায় কিনে,
হাজারো আলোর দিশায় ভরা
বৈশাখের এই দিনে..।