আমি নারী আমি সব পারি--
আমি বিশ্বকে প্রকম্পিত করে
বারবার নাড়া দিতে পারি..।
আমি নারী আমি সব পারি--
আমি জাগ্রত জনতার ভীড়ে
নিজেকে সম্মুখীন করতে পারি..।
আমি নারী আমি সব পারি--
আমি ভাষা আন্দোলন নহে
আমি নিজেকে বাঁচাতে সব পারি..।
আমি নারী আমি সব পারি--
আমার বস্ত্র আমার সম্মান
আমি জাগলে সব উল্টু করতে পারি..।
আমি নারী আমি সব পারি--
আমি অজস্র বিদ্রোহীর সম্মুখে
নিজেকে তরবারি বানাতে পারি..।
আমি নারী আমি সব পারি--
মুসলিম বলে ভেবো কমতি হবে
আল্লাহু আকবর বলে হবো উচ্চস্বরি..।
আমি নারী আমি সব পারি--
আমি সেই জাগ্রত নারী মুসকান
ইসলামের তরে বারংবার সজ্জিত করি..।