শ্রাবণ মেঘে মনটা আমার
উড়ছে গগন পাড়ে,
রংধনু রঙ ঐ আকাশ পানে
মিশছে নদীর ধারে..।
অঝোর ধারায় বৃষ্টি নামলো
সন্ধ্যে নামার আগে,
নিঝুম বনে ঐ কুণো ব্যাঙটি
ডাকছে ভীষণ রাগে..।
বইছে আবার ঝমকা হাওয়া
কাল বৈশাখী যতো,
শিমুল বনে গাইছে যে গান
বাবুই পাখির মতো..।
বর্ষা বলেই আজ বৃষ্টিতে মন
ভিজায় দেহ পুরো,
জৈষ্ঠ শেষে ঐ আষাঢ় গেলো
শ্রাবণ দিনের শুরু..।