সত্যি আমি খুব কাছ থেকে দেখেছি
একজন আদর্শ বাবার আর্তনাদ,
যন্ত্রণার সীমারেখা নেই তাঁর মাঝে
তবুও বাঁচিয়ে রাখার সহস্র তাগাদ.।
সত্যি আমি খুব কাছ থেকে দেখেছি
কেমনে ঝরে পড়ে একটি কোমল ফুল,
ধরনীর স্বাদ কেবল ছুঁই ছুঁই তার মাঝে
মৃত্যুর পাঞ্জায় শুধু ব্যস্ত ব্যাকুল..।
সত্যি আমি খুব কাছ থেকে দেখেছি
একটি জ্বলন্ত প্রদীপ কেমনে নিভে যায়,
অজস্র তারার মতো ঝলমলিয়ে যাওয়া সেই
সিক্ত প্রদীপ শিখাও কেমনে টলিয়ে যায়..।
সত্যি আমি খুব কাছ থেকে দেখেছি
একটা গুছানো স্বপ্ন কিভাবে ভেঙে যায়,
অটল সেই সাজানো প্রাচীর ন্যায় স্বপ্নটাও
অকারণ আজ ভেবে ভেবে কাঁদায়..।