আমি কত রাত জেগেছি শুধু
তোমায় দেখার তরে,
পেয়েছি আমি হঠাৎ করেই
কুয়াশা মাখা ভোরে..।
রাতের আধাঁরে নিঝুম বনে
কিসের শব্দ শুনি,
প্রেমের তরী বাইছে রে মাঝি
দিলো ঐ পাল টানি..।
জ্বলছে শুধুই প্রেমের অনল
আশার প্রদীপ হয়ে,
খুঁজে বেড়ায় বন্ধু তোমায়
প্রেমে পাগল হয়ে..।
ক্ষণিক তরেই ছুঁটে বেড়াও
দিয়েছো কালো টিপ,
আলোয় ভরা ঐ মায়াবী রাতে
জ্বলছে আশার প্রদীপ..।