আমার ভাল্লাগেনা
ইহধামের এই মায়ার খেলা,
আমার ভাল্লাগেনা
হঠাৎ করেই অবহেলা।
আমার ভাল্লাগেনা
যখন তখন লুকোচুরি,
আমার ভাল্লাগেনা
অবিরত অভিনয় করি।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।।

আমার ভাল্লাগেনা
গৃহের কোণে মুখ লুকিয়ে,
আমার ভাল্লাগেনা
রোজ হাসতে অশ্রু শুকিয়ে।
আমার ভাল্লাগেনা
রোজ এমন মিথ্যে অভিনয়,
আমার ভাল্লাগেনা
তিলেতিলে পুড়ে হতে ক্ষয়।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।।।

আমার ভাল্লাগেনা
বকুল কুড়াতে রোজ,
আমার ভাল্লাগেনা
পাইনে তোমার খোঁজ।
আমার ভাল্লাগেনা
একলা চলা বিরানভূমি,
আমার ভাল্লাগেনা
যেখানে নাই তুমি।।
ভাল্লাগেনা, ভাল্লাগেনা

আমার ভাল্লাগেনা
বসুন্ধরার বসন্ত বাতাস,
আমার ভাল্লাগেনা
তুমিহীনা একেলা আকাশ।
আমার ভাল্লাগেনা
এখন পদ্মা নদীর ঢেউ,
আমার ভাল্লাগেনা
পাশে নাই আর কেউ।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।।

আমার ভাল্লাগেনা
বাইতে আর জীবন তরী,
আমার ভাল্লাগেনা
একেলা উড়াতে ঘুড়ি।
আমার ভাল্লাগেনা
জীবনের এত খামখেয়ালি,
আমার ভাল্লাগেনা
গন্ধরাজ, গোলাপের ডালি।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।।

আমার ভাল্লাগেনা
নিয়ম করে সমাজের রীতি,
আমার ভাল্লাগেনা
এখন আর পল্লীগীতি।
আমার ভাল্লাগেনা
আজকাল হাটি মনের ভুলে,
আমার ভাল্লাগেনা
ব্যথার নৌকো ভিড়াতে কুলে।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।।

আমার ভাল্লাগেনা
কারোর পথের কাঁটা হতে,
আমার ভাল্লাগেনা
ক্ষুদ্র বুকে আঘাত নিতে,
আমার ভাল্লাগেনা
নিয়ম করে খেতে ভাত,
আমার ভাল্লাগেনা
এখন আর সোনালী প্রভাত।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা

আমার ভাল্লাগেনা
রোজ ব্যস্ত কোলাহল,
আমার ভাল্লাগেনা
স্বশরীরে পুটাতে হুল।
আমার ভাল্লাগেনা
শহর,গাঁও,বন্দর,
আমার ভাল্লাগেনা
পৃথিবীর এই সুন্দর।।
ভাল্লাগেনা,ভাল্লাগেনা

বিশ্বাস করো বিষাদময় ধরা
আমার আর ভাল্লাগেনা,
ভাল্লাগেনা,ভাল্লাগেনা।