সকালের সূর্য বলি তোমায়
আশার আলো নিয়ে আসবে তুমি
তাই বসে আছি সেই সম্ভাবনায়
আমি ভালোবাসতে চাই
ভালোবাসা পাওয়ার আছে হাজারো উপায়
কিন্তু মাঝে মাঝে ভাবি
ভালোবাসা থাকবে কি জীবনের শেষ অবস্থায়
জানি না আমার করিতে হইবে কি
শুধু জানি তাকে ভালোবাসতে রাখিব না কমতি
জানো কেনো বলছি এই কথা
অতীত খাটলে যায় যে দেখা
ভালোবাসা এমনি এমনি টিকিয়ে যায় না রাখা
করিতে হয় অন্ধের মতো বিশ্বাস
যা কিনা ভাঙ্গিলে হইবে সর্বনাশ
দিতে হয় ন্যায্য সম্মান
অপমানে হয়না সঠিক মূল্যায়ন
নিতে হইবে যত্ন
অযত্নে তো আর কাউকে ভাবা যায় না আপন
রাখিতে হইবে আগলে
যাতে সে ছেড়ে যেতে না পারে
দিতে হবে সঠিক মূল্য
যাতে সে আমার ভালোবাসা
বিক্রি করে না দেয় অন্যের কাছে
এতো কিছু করার পরও বলি মানুষ বলে কথা
কল্পনায় তো যায় না বাঁচা
এক সাথে থাকতে হলে
মাঝে মধ্যে হতে পারে ঝগড়া,
হতে পারে রাগ অভিমান,
হতে পারে কথায় কথায় তর্কাতর্কি,
হতে পারে ভুল বোঝাবুঝি,
সময়ের সাথে বাড়তে পারে মনের দূরত্ব তা
তবুও কখনো ভালোবাসার হবে না কমতি
এই ওয়াদা টুকু দিতে পারি
বিনিময়ে চাই না কিছু
শুধু ভালোবাসা ছাড়া ☺️