ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা (হামদ)
-------------------------------------
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
আপনার দরবারে হাত তুলেছি হয়ে ভিখারি গুনাহগার।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
আপনার জমিনে কত নেয়ামত লুটে পড়ে সারাবেলা
আমি ভিখারি নেয়ামত পেয়ে হতে চাই দিওয়ানা।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
রসুল প্রেমের আশেক হয়ে দিলাম পাড়ি রব্বানা
মদিনা যেতে যেতে দেখা পেলাম মোর্শেদেরই আস্তানা।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
মোর্শেদের আস্তানা নূর নবীরই খাজানা
লা-মোকামের তামান্না পেলাম খুজেঁ রব্বানা।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
চারপাশেতে বিরাজ করে নূর নবী সল্লাল্লাহ
ফাইনামা তুয়াল্লু ফাসামা ওয়াজহুয়াল্লাহ
আপনি আমার রব্বানা জেকের করি সল্লাল্লাহ।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
ভিখারি হয়ে থাকব আমি ওহে দয়াময় জাল্লাল্লাহ
দেবেন দয়া করবেন মায়া রহমত পড়বে বর্ষিয়া
সে খুশিতে দরূদ জপিয়া যাব হাসতে হাসতে মরিয়া।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
বেহেশত কিবা দোযগ দিয়া কি হবে মোর দুনিয়া দিয়া
হাসবি রাব্বী জাল্লাল্লাহ মাফি ক্বলবি গায়রুল্লাহ।
ইয়া মওলা ইয়া মওলা ইয়া মওলা
আপনি আমার রব্বানা নুর নবী সল্লাল্লাহ।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।